Home » Personal Blog » উদ্যোক্তা স্বপ্ন দেখেন আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজেকে উৎসর্গ করেন
  • উদ্যোক্তা স্বপ্ন দেখেন আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজেকে উৎসর্গ করেন

    ২০১৩ সালের তথ্যানুযায়ী দে‌শে ৫কোটি ৮১লাখ মানুষ ক‌র্মের মধ্যে ছিলেন।২০১৭সালের জরিপ অনুযায়ী ৬ কোটি ৮লক্ষ লোক কাজের মধ্যে ছিলেন। অর্থাৎ ৪ বছরে নতুন কর্মসংস্থান হয়েছে মাত্র ২৭লাখ।প্রতিবছর ৬ লক্ষ৭৫ হাজার মানু‌ষের কর্মসংস্থান হ‌য়ে‌ছে।
    বর্তমান সরকা‌রের ২০১৮সা‌লের নির্বাচনী ওয়াদা ছিল পরবর্তী ৩ বছ‌রে(২০১৯,২০২০ও২০২১)অন্তত ২১লাখ দক্ষ কর্মী বি‌দে‌শে পাঠা‌নো হ‌বে।এখন পর্যন্ত ২,৫ বছ‌রে মাত্র ১১লক্ষ দক্ষকর্মী বি‌দে‌শে যে‌তে পে‌রে‌ছেন। চাকুরী বাজা‌রে এমন ধস নামার অন্যতম প্রধান কারণই হ‌লো করোনা মহামারী।
    ‌দে‌শে প্রতি বছর প্রায় ১৮-২২ লক্ষ কর্মক্ষম মানুষ জব মা‌র্কেটে আস‌লেও প্রায় ১৫লক্ষ তরুণ/তরুণীই নতুন ক‌রে বেকা‌রের তা‌লিকায় নাম লেখা‌চ্ছেন। এ‌দের ম‌ধ্যে কিছু সংখ্যক বি‌দে‌শে পা‌ড়ি জমা‌চ্ছেন, কিছু সংখ্যক অনানুষ্ঠা‌নিক কা‌জে নি‌য়ো‌জিত কর‌ছেন, কিছু সংখ্যক মানুষ উ‌দ্যোক্তা হি‌সে‌বে ‌নি‌জে‌কে আত্মপ্রকাশ কর‌ছেন বাকীরা বল‌তে গে‌লে সারাজীবন বেকারই থে‌কে যান।
    এই অবস্থা থে‌কে বের হ‌য়ে আসাটা যে খুবই জরুরী এ কথা বলার অ‌পেক্ষা রা‌খে না। আমা‌দের হা‌তে হয়‌তো আলা‌দি‌নে চেড়াগ নেই কিন্ত আমা‌দের র‌য়ে‌ছে মোট জনসংখ্যার ৭০শতাংশ তারু‌ণ্যে ভরপুর (১৮ হ‌তে ২৫ বছ‌র)যুব সমাজ। ‌দে‌শের মানু‌ষের বর্তমা‌নে গড় আয়ু ৭২,৬০ বছর। এ সম্পদ বি‌শ্বের হা‌তে গোনা অল্প কিছু দে‌শের র‌য়ে‌ছে। এ সম্পদ‌কে কা‌জে লাগি‌য়ে অর্থনৈ‌তিক পরাশ‌ক্তি‌তে প‌রিনত হওয়া ‌কোন অলীক কল্পনা নয়।শুধুমাত্র ভৌগলিক অবস্থা‌নের কারণেই বাংলা‌দেশ বর্তমা‌নে বিশ্ব দরবা‌রে বি‌শেষ সমীহ আদায়ে সমর্থ হ‌চ্ছে। বি‌শ্বের বৃহৎ ১০০মাইল লম্বা কক্সবাজার সী‌ বিজ কে কেন্দ্র ক‌রেই পর্যতন শি‌ল্পে মি‌লিয়ন কো‌টি ডলার আয় করা কি অসম্ভব কিছু?
    উ‌দ্যোক্তা হি‌সে‌বে নি‌জে‌কে আত্মপ্রকাশ করার সূর্বণ‌ সময় এখন। ৪র্থ শিল্প বিল্পব কড়া নাড়‌ছে। শি‌ক্ষিত তরুণ তরুণী‌দের চাকুরীর পিছ‌নে ঘু‌রে ঘু‌রে সময় নষ্ট না ক‌রে নি‌জের পছন্দমত কা‌জে নে‌মে পড়ার এখনই সময়। একজন উ‌দ্যোক্তা নিজেই ই‌তিহা‌সের অংশ হ‌তে পা‌রেন। উ‌দ্যোক্তা স্বপ্ন দে‌খেন আর সেই স্বপ্ন‌কে বাস্ত‌বে রুপ দি‌তে নি‌জে‌কে উৎসর্গ ক‌রেন ব‌লেই পৃ‌থিবী তার গ‌তি‌তে এ‌গি‌য়ে চ‌লে‌ছে।

    Tags: , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *