Home » Personal Blog » জুলাইয়ের রেমিটেন্স ২.২ বিলিয়ন, প্রবৃদ্ধি ১২%
  • জুলাইয়ের রেমিটেন্স ২.২ বিলিয়ন, প্রবৃদ্ধি ১২%

    জুলাই/২২ মাসে প্রবাসী আয় ২ দশমিক ২ বিলিয়ন ডলার। দেশের অর্থনীতিতে নিঃসন্দেহে স্বস্তির সুবাতাস।
    প্রবাসের পা ফাটা শ্রমিকের ঘামের বিনিময়েই দেশের রিজার্ভ সমৃদ্ধ হয়। আমদানী নির্ভর দেশে রিজার্ভ যে কতটা গুরুত্বপূর্ণ গত কয়েক মাসে দেশের মানুষ সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন । বিত্তবান থেকে সাধারণ পযন্ত সর্বত্র আলোচনা শুধু একটাই রিজার্ভ তলানীতে চলে যাচ্ছে। আমাদেরও শ্রীলংকার মত অবস্থা না হয়। কিছুদিন আগেও আমরা রিজার্ভ নিয়ে গর্ব করতাম কিন্তু মাত্র কয়েকমাসের ব্যবধানে ৪৮ বিলিয়ন ডলার থেকে ৩৯.৪৯ বিলিয়ন ডলার নেমে আসায় দেশের অর্থনীতিতে যে বড় ধরণের ধাক্কা লেগেছে সেটা তো অস্বীকার করার উপায় নেই। চারিদিকে ডলার সংকট শুরু হয়েছে। ডলা‌র সং‌কটের কার‌ণে পণ্য আমদানী‌তে নানা রকম কাটছাট করা হ‌চ্ছে। চি‌কিৎসার কার‌ণে সাধারণ মানুষ বি‌দেশ যাত্রাতেও বাধা হ‌য়ে দাড়াচ্ছে ডলারে সংকট। মুদ্রাস্ফী‌তি দিন দিন বে‌ড়েই চ‌লে‌ছে। এমন অবস্থায় জুলাই মাসে ২.২ বিলিয়ন ডলার প্রবাসী আয় যেন নতুন করে ঘুরে দাড়াবার প্রত্যয়। গত অর্থবছ‌রে রে‌মিট্যান্স এ‌সে‌ছে ২১,৩০ বি‌লিয়ন ডলার। এ অর্থবছরে অন্তত ৩০ বি‌লিয়ন ডলার রে‌মিট্যান্স আস‌লে অ‌নেক বড় বড় সমস্যাও আমরা কা‌টি‌য়ে উঠ‌তে পার‌বো আশা করা যায়। আশা ক‌রি ভ‌বিষ্যতে এই সকল রে‌মিট্যান্স যোদ্ধা‌দের প্রতি দেশ ও জা‌তি যথাযথ সম্মান দেখা‌বে। এয়ার‌পো‌র্টে এদের হ‌তে হ‌বে না লা‌ঞ্চিত বরং সম্মা‌নের সা‌থে গ্রীন চ্যানেল দি‌য়েই পার হ‌তে পার‌বেন। প‌রি‌শে‌ষে রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি রইল সালাম।

    Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *