Home » Personal Blog » চতুর্থ শিল্প বিপ্লব দরজায় কড়া নাড়ছে
  • চতুর্থ শিল্প বিপ্লব দরজায় কড়া নাড়ছে

    চতুর্থ শিল্প বিপ্লব দরজায় কড়া নাড়‌ছে এখন আন্তঃদেশীর যোগাযোগ ব্যবস্থা আ‌রো প্রসা‌রিত করা প্রয়োজন। আন্তর্জাতিক প‌রিমন্ড‌লে শুধু ভৌগ‌লিকগত অবস্থা‌নের কার‌ণেই য‌থেষ্ঠ গুরুত্ব পা‌চ্ছে বাংলা‌দেশ। এই গুরুত্বকে আ‌রো শক্ত অবস্থা‌নে নেয়ার জন্য ভারত, নেপাল ও ভুটা‌নের সা‌থে বহুমা‌ত্রিক যোগা‌যোগ ব্যবস্থা তৈরীর মাধ্যমে আ‌ঞ্চলিক বা‌নিজ্যকেন্দ্র হি‌সে‌বে প‌রিনত হবার সু‌যোগ এখন বাংলা‌দে‌শের সাম‌নে অ‌পেক্ষা কর‌ছে। সিরাজগঞ্জ,কু‌মিল্লা,রাজশাহী, নারায়নগঞ্জ, দাউদকা‌ন্দি ও চিলমা‌রি এ ছয়‌টি শহর নতুন অর্থ‌নৈ‌তিক কেন্দ্র হি‌সে‌বে গ‌ড়ে উঠ‌বে। প‌ণ্যের অবাধ চলাচ‌লের মাধ্যমে পাশ্ববর্তী দেশগু‌লি‌তে রপ্তানী বাড়‌বে নি‌শ্চিতভা‌বেই বলা যায়। ফ‌লে বাংলা‌দে‌শের অর্থনৈ‌তি‌তে উচ্চহা‌রে প্রবৃ‌দ্ধি অর্জনের ধারা অব্যাহত থাক‌বে ব‌লেও আশা করা যায়।

    Tags: , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *